প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৯:২৭:৫৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) নওগাঁয় ভূমি অফিসের কর্মচারী জেসমিন সুলতানার মৃত্যুর ঘটনায় র্যাব-৫-এর বেশ কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের জয়পুরহাট থেকে রাজশাহী র্যাব কার্যালয়ে এনে এই জিজ্ঞাসাবাদ করা হয়।
রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আমাদের সময়কে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেসমিনকে আটকের অভিযান চালিয়েছিল র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল। এই অভিযানের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককেই জয়পুরহাট থেকে রাজশাহীতে র্যাবের ব্যাটালিয়ন সদরদপ্তরে নিয়ে আসা হয়েছে। তদন্ত কমিটি এখন রাজশাহীতেই অবস্থান করছে। মূলত তদন্ত কমিটি এই সদস্যদের কাছ থেকে নানা প্রশ্নের উত্তর জানছেন।’
এর আগে গত ২২ মার্চ সকালে নওগাঁ সদরের নওজোয়ান মাঠের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে ৪৫ বছর বয়সী জেসমিনকে তুলে নিয়ে যায় র্যাব। পরে গত শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।