• Top News

    সাংবাদিক শামসুজ্জামানেরর জামিন নামঞ্জুর

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৯:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
    বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শামসুজ্জামানকে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় তাকে আটক রাখা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।  জানা যায়, শুনানির সময় তাকে আদালতের কাঠগড়ায় উঠানো হয়। আবেদনে উল্লেখ করা হয়, আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। তাই আসামির জামিনের আবেদন মঞ্জুর করা আবশ্যক । অপরদিকে আসামি পক্ষের আইনজীবী এহছানুল হক সমাজী, আশরাফ উল আলম, চৈতন্য চন্দ্র হালদার জামিনের আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তোফাজ্জল হোসেন জামিনের আবেদন না মঞ্জুর করেন ।
    উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে রাজধানীর তেজগাঁও থানার শামসুজ্জানের বিরুদ্ধে করা মামলায় এ পর্যন্ত কোনো আবেদন জমা হয়নি। বুধবার সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। -নিউজ ডেস্ক
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content