প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ১১:৩১:৩৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। গতকাল শনিবার বিকেলে সেখানে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। আলোচনা শেষে হিরো আলমকে ইফতার সামগ্রী উপহার দেন ডিবির হারুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম নিজেই। ভিডিওতে দেখা যায়, ডিএমপির ডিবি প্রধানের থেকে উপহার সামগ্রী গ্রহণ করছেন হিরো আলম।
হিরো আলম আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য, প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে জানাতে হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
জনৈক ব্যক্তির উপর অভিযোগ তুলে হিরো আলম বলেন, ‘একজন ব্যক্তি আমার কন্টেন্টকে তার নিজের নামে লাইসেন্স করেছে। লাইসেন্স করাতে তারা আমার চ্যানেলে স্ট্রাইক এবং রিপোর্ট করছে। এই বিষয় নিয়ে কথা বলতে এখানে এসেছিলাম। আমাকে ডিবিতে ডাকা হয়নি, আমার ব্যক্তিগত কারণে এখানে এসেছি।’
পরে সাংবাদিকদের জানান, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে ধরতে তিনি গোয়েন্দা পুলিশকে তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করবেন। ডিবির তদন্তে তাকে ডাকা হলে তিনি আসবেন। -নিউজ ডেস্ক