প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ১২:৩৩:১২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) আধুনিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ বরাবরই পিছিয়ে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের প্রতিবেদনেও সে চিত্র উঠে এসেছে। সংস্থাটির ফ্রন্টিয়ার টেকনোলজিস ইনডেক্সের বা উন্নত প্রযুক্তি সূচকে ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১২তম, ২০২২ সালে ১৪ ধাপ পিছিয়ে এবার ১২৬তম হয়েছে। ১৬৬টি দেশের মধ্যে এই সূচক করা হয়।
এবার দেখে নেয়া যাক, সূচকের কোন উপসূচকে কেমন করেছে বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপসূচকে বাংলাদেশের অবস্থান ১৪৮তম, দক্ষতায় ১৩১তম, গবেষণা ও উন্নয়নে ৬৭তম, শিল্পে ১৩৫তম এবং আর্থিক উপসূচকে ৯০তম।
তালিকার শীর্ষ দশে রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন এবং সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফিনল্যান্ড, হংকং ও বেলজিয়াম।
বৃহস্পতিবার এমনটি জানিয়েছে ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার। কয়েকটি নির্দিষ্ট প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ১০টি গবেষণা প্রতিষ্ঠান চীনেই অবস্থিত। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটিজিক পলিসি ইনস্টিটিউট এমনটিই বলছে। তুলনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্র জটিল প্রযুক্তির মাত্র সাতটি ক্ষেত্রে শীর্ষে রয়েছে। এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে মহাকাশ উৎক্ষেপণব্যবস্থা, কোয়ান্টাম কম্পিউটিং। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটিজিক পলিসি ইনস্টিটিউটের অর্থায়ন করে থাকে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। বেসরকারি প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানও এর অর্থায়ন করে থাকে। -নিউজ ডেস্ক