প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ১১:০২:১৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে হলেও বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সন্ধ্যায় ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে রাজনীতিবিদের সম্মানে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বিএনপির কোনো অনুষ্ঠানে দীর্ঘ ১৬ বছর পর জাতীয় পার্টি অংশ নিল। এতে জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, ফখরুল ইমাম অংশ নেন।
সংসদ নির্বাচন ব্যালটে হলেও বিএনপির আগ্রহ না থাকার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে জাতির সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন সরকার থাকবে, কী ধরনের সরকার থাকবে, এটাই হচ্ছে প্রধান সংকট। এ কারণে আজকে গণতন্ত্র ধ্বংস হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল- গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের। সেখান থেকে আমরা বহু দূর সরে এসেছি।
তিনি বলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আসুন আজকে বাংলাদেশের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে, দেশের মালিকানা প্রতিষ্ঠা করতে সবাই এক যোগ হয়ে আওয়াজ তুলি- আমরা এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসি, একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ নির্মাণ করি, সত্যিকার অর্থেই একটা কল্যাণমূলক আমরা রাষ্ট্র করি।’
ইফতারে বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, জহির উদ্দিন স্বপন, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। -ডেস্ক রিপোর্ট