• Top News

    বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৩:৩৪:০০ প্রিন্ট সংস্করণ

    - ছবি - ইন্টারনেট

    (দিনাজপুর২৪.কম) রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। দুই মিনিট পরই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও।

    তবে এরই মধ্যে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়। পাশের এনেক্সকো টাওয়ার এবং আরো কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।