• Top News

    জীবন বাজি রেখে কাজ, তবুও হামলা কেন: প্রশ্ন ফায়ার সার্ভিসের

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৩:৫০:১৫ প্রিন্ট সংস্করণ

    ঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সদস্যরা। ছবি-সংগ্রহীত

    (দিনাজপুর২৪.কম) ‘জীবন বাজি রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করলেও তাদের উপর ক্ষুব্ধ জনতার আক্রমণ কেন’- এমন প্রশ্ন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন। মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করেন তিনি।

    এ দিন সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সাহায্যকারী দলও ঘটনাস্থলে কাজে নামে। মো. মাইন উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৪৮টি ইউনিট কাজ করে প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পরে (দুপুর সাড়ে ১২টার দিকে) আগুন এখন নিয়ন্ত্রণে।

    এ দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে বিলম্ব হওয়ায় সকাল ৯টার দিকে সার্ভিসের প্রধান কার্যালয়ের গেটে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাঈন উদ্দিন বলেন, ‘আপনাদের জন্য তথা দেশের জন্য কাজ করে ফায়ার সার্ভিস। আপনাদের জন্য কাজ করতে যেয়ে গত এক বছরে ১৩ জন ফায়ার ফাইটার শাহাদাত বরণ করেন। তারপরেও কেন আমাদের উপর হামলা?’

    ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, ‘কেন বা কারা ফায়ার সার্ভিসের ওপরে হামলা চালাল, সেটা আমার বোধগম্য নয়। কারা করেছে কেন করেছে, সেটা জানতে চাই। আমি তো আপনার জন্যই জীবন দিচ্ছি।’

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content