• Top News

    বঙ্গবাজারে আধুনিক মার্কেট তৈরির ব্যবস্থা নেবে সিটি করপোরেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৩ , ৮:৪৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

    আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারে ‘আধুনিক ও নিরাপদ’ মার্কেট তৈরিতে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার বিকেল ৩টার দিকে পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের ব্যাপারে আসাদুজ্জামান খান বলেন, ‘ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরেকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠন করা হয়েছে। আগুনে কারও গাফিলতি ছিল কি না, অথবা পরবর্তী সময়ে আমাদের কী করণীয় সেই দিকনির্দেশনা পাওয়া যাবে। ভবিষ্যতে যাতে এমন বড় অগ্নিকাণ্ড না হয় সেক্ষেত্রে সবাই ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে চলবেন।’

    ব্যবসায়ীদের ক্ষতিরন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদকে টার্গেট করে তারা বন্ধু-বান্ধব ও আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়ে মালামাল তুলেছিলেন। আগুনে সবকিছু ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী সব সময় মনিটর করছেন এবং কী করা যায় তার সিদ্ধান্ত তিনি দেবেন।’

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটার সিদ্ধান্ত হবে। এটা সিটি করপোরেশন টেন্ডারও করেছিল। একজন কন্ট্রাক্টও করেছিল। তারপর ব্যবসায়ীদের অনুরোধে হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এখানে আধুনিক ও নিরাপদ মার্কেট হতে পারে- সেই ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।’

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে কিংবা করবে সেগুলো যেন ব্যবসায়ীরা পরিত্যাগ করেন। রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারে আগেও ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল।’ -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content