• Top News

    বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ৪:৩০:০১ প্রিন্ট সংস্করণ

    ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন একজন। - ছবি : ইউএনবি

    (দিনাজপুর২৪.কম) ঈদের আগে কয়েক হাজার দোকান পুড়ে ৭৫ ঘণ্টারও বেশি সময় পর শুক্রবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নেভানো হয়।

    মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। সংলগ্ন ছয়টি মার্কেটেও আগুন ছড়ায়। অন্য ছয়টি মার্কেট হলো- গুলিস্তান মার্কেট, অ্যানেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, বঙ্গ ইসলামী মার্কেট ও বরিশাল প্লাজা।

    বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানান, আগুনে পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১ হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

    অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

    এদিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে হামলা চালালে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় তিন আসামির প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    সূত্র : ইউএনবি

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content