• বিনোদন

    বোমা বিস্ফোরণে আহত সঞ্জয় দত্ত

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৭:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বোমা বিস্ফোরণে আহত হয়েছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। আজ বুধবার ব্যাঙ্গালোরের কন্নড় ছবি ‘কেডি’র শুটিং সেটে এ বিস্ফোরণ ঘটে। এতে সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে।

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও নিউজর খবরে বলা হয়, ব্যাঙ্গালোর মাগাড়ি রোড এলাকায় ‘কেডি’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত। ছবির ফাইট ডিরেক্টর রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন সেটে বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হন সঞ্জয়।

    সঞ্জয় দত্ত আহত হওয়ার পর ছবির শুটিং বন্ধ আছে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন তিনি। তবে, সঞ্জয় দত্ত পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।

    ‘কেডি’ ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি। অনেক দিন পর তিনি কন্নড় ছবিতে অভিনয় করছেন। আর সঞ্জয় ইদানীং তামিল ছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন ছবিতে অভিনয় করে যাচ্ছেন। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।