প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৭:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) মার্চ মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন সাকিব।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইসিসি। গত মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন রুয়ান্ডার অলরাউন্ডার হেনরিয়েট ইশিময়ে।
এ নিয়ে দুইবার আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার হলেন সাকিব। এর আগে ২০২১ সালের জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। বাংলাদেশের হয়ে সাকিব ছাড়া একমাত্র মুশফিক জিতেছেন এই পুরস্কার (২০২১ সালের মে)। -ডেস্ক রিপোর্ট