প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৭:৫০:৪৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার তারিখ এক মাস পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। কলেজগুলোর এইচএসসির সিলেবাস শেষ করতে না পারাকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান এই বোর্ড চেয়ারম্যান। বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসির নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে দেয়া হয়েছে। সার্বিক বিবেচনায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা জুলাই থেকে এক মাস পিছিয়ে আগস্টে নেয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে নতুন দিন-তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
শিক্ষা বোর্ডের তথ্য বলছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ মে। -ডেস্ক রিপোর্ট