• বিনোদন

    ঈদে গজল নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ৪:২৫:৫২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বিগত কয়েক বছরের মতো এবার ঈদেও একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলা চ্যানেলের কর্ণধার ড. মাহফুজুর রহমান। তবে এবার অনুষ্ঠানে থাকছে বেশ কিছু চমক। যোগাযোগমাধ্যম ফেসবুকে এটিএন বাংলার ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে প্রকাশ করা হয়েছে নতুন গানের লিংকও।

    এবারের ঈদে প্রচার হবে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এতে গজল সম্রাট ও পাকিস্তানের গজল গায়ক মেহেদী হাসানের প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান, রাফতা রাফতাও গাইবেন তিনি।

    কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালবামের গানগুলোর সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ণ সম্পন্ন হয়।

    উল্লেখ্য, ২০১৬ সালে মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান প্রচার হয় এটিএন বাংলায়। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে ওই অনুষ্ঠানের নিয়ে সেসময় দারুণ আলোচনা-সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পরের বছরই ‘প্রিয়ারে’ এবং ‘স্মৃতির আলপনা আঁকি’ অনুষ্ঠান নিয়ে তিনি হাজির হন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।