প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৫:০৮:২১ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) গত শুক্রবার ১৪ এপ্রিল ২০২৩ দিনাজপুর ১ নং চেহেল গাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর গুচ্ছ গ্রাম খিষ্টান পাড়ায় গির্জা ঘর মাঠে ঢাক ঢল নাচ গান ও পান্তা ইলিশ খাওয়া এবং জমকালো অনষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করলেন তারা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত গুচ্ছ গ্রাম খ্রিস্টান পাড়ার মোড়ল গাব্রিয়েল কিষ্কু, সহকারী মোড়ল রাফায়েল মার্ডি অনুষ্ঠানটি জীবন কর্মকার এর নেতৃত্বে ও সঞ্চালনায় জুয়েল মার্ডি, জুঁই মুর্মু, জ্যোতি মুর্মু, লিওন কুন্ডু,রাত্রি বিশ্বাস এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৯ টায় শেষ হয় বিকেল ৫টায় অনুষ্ঠানটি বিভিন্ন শ্রেণী পেশার শতশত মানুষ উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি গাব্রিয়েল কিষ্কু তার বক্তব্যে বলেন। এই দিনটি আমাদের সকলের জন্য একটি আনন্দের দিন এই উৎসবটি একটি নতুন শুরুর শুভকামনা এবং নব সংস্কারের উদ্বোধন হিসাবে গ্রহণ করা হয়। এই দিনটি সকল বাঙালির জন্য খুব গৌরবময় এবং একটি উদ্বোধনী উৎসব এটি সমস্ত বাঙালির কল্যাণ, সমৃদ্ধি এবং সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য একটি প্রতীক।