• Top News

    কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারধর, দোকান সীলগালা

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ১০:৩০:৪৪ প্রিন্ট সংস্করণ

    কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারধর। ছবি: সংগ্রহীত

    (দিনাজপুর২৪.কম) কাপড়ের দাম কম বলায় ক্রেতাকে মারধর করায় কালীগঞ্জে এক ব্যাবসা প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। আজ রোববার দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম কালীগঞ্জে এসে শহরের মিনা বস্ত্র বিতান নামে প্রতিষ্ঠানটিকে সীলগালা করেন।

    অভিযানটি পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুর হাসান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ পৌর ব্যাবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ইন্তাসহ কালীগঞ্জ থানার পুলিশ।

    ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুর হাসান জানান, গত শুক্রবার ওই প্রতিষ্ঠানে কাপড় কিনতে গিয়ে কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামের নজরুল বিশ্বাস নামে এক ক্রেতা মারধরের শিকার হন। এছাড়াও দোকান মালিক শিবলী সাদিকের হাতে ওই ক্রেতার পরিবারের মহিলা সদস্যরা লাঞ্চিত হন। এমন খবরটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ও পরে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ভোক্তা অধিকারের দৃষ্টিতে আসে।

    আজ রোববার দুপুরে তাদের একটি টিম কালীগঞ্জে এসে ওই দোকানে অভিযান চালায়। এসময় পাশের দোকান মালিক ও ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে ক্রেতাকে মারধরের অভিযোগের বিষয়টি সত্যতা পায়। এরপর তারা ওই দোকানটি আগামী ২৭ এপ্রিল পর্ষন্ত বন্ধ রাখতে সিলগালা করে দেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content