(দিনাজপুর২৪.কম) ভোক্তা-অধিকার সংরক্ষণে জনবান্ধব কার্যক্রমের জন্য ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামানের হাতে এ সম্মাননা তুলে দেন।
সম্মাননা প্রদান উপলক্ষে রাজধানীর এফডিসিতে শনিবার (১৫ এপ্রিল) ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এ. এইচ. এম সফিকুজ্জামান বলেন, আমাদের বিপণন ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। কিন্তু ভোক্তাকে বেশি দামে পণ্য ক্রয় করতে হচ্ছে। পণ্যমূল্য বৃদ্ধির জন্য মধ্যস্বত্ত্বভোগী ছাড়াও পরিবহন ভাড়া ও রাস্তায় পদে পদে হয়রানিও দায়ী। এসবের বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদ অপর্যাপ্ত। তবে গণমাধ্যম অনিয়মের বিপক্ষে সরব ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রচলিত আইনের সীমাবদ্ধতার কারণে মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামানের নেতৃত্বে অধিদপ্তরের পুরো টিম ভোক্তার অধিকার সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের স্বীকৃতি স্বরূপ ডিবেট ফর ডেমোক্রেসি এ সম্মাননা প্রদান করছে। আমরা আশা করি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মাথানত করবে না। কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ। এ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। -নিউজ ডেস্ক