প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ১০:৩৮:৩৫ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ৫৮ বছরের মধ্যে রোববার সবচেয়ে উষ্ণ দিন পার করলেন রাজধানীবাসী। এ দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এ নিয়ে টানা ১৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকার রেকর্ড চুয়াডাঙ্গায়। এ সময় যশোরেও একই তাপমাত্রা ছিল। গোটা খুলনা বিভাগেই তীব্র দাবদাহ চলছে। খুলনায় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মোংলায় ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৪০ দশমিক ৪ ডিগ্রি ও কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে রাতে এসব এলাকার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশে দিনের বেলা তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সম্প্রতি কয়েক দিন রাতে তাপমাত্রা কমলেও এখন থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।