• Top News

    শনি-রোববার বৃষ্টির পূর্বাভাস, রেকর্ড গরমে নাভিশ্বাস

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ১০:৩৮:৩৫ প্রিন্ট সংস্করণ

    তীব্র গরমে ভালো নেই পশু-পাখিও। অসহ্য গরমে পানিতে নেমে পড়েছে রয়াল বেঙ্গল টাইগার। ছবি-সংগ্রহীত

    (দিনাজপুর২৪.কম) ৫৮ বছরের মধ্যে রোববার সবচেয়ে উষ্ণ দিন পার করলেন রাজধানীবাসী। এ দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

    সারা দেশে ১১টি জেলায় তীব্র দাবদাহ চলছে, বড় অংশে মৃদু দাবদাহ পরিলক্ষিত হচ্ছে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ শনি ও রোববার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এ নিয়ে টানা ১৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকার রেকর্ড চুয়াডাঙ্গায়। এ সময় যশোরেও একই তাপমাত্রা ছিল। গোটা খুলনা বিভাগেই তীব্র দাবদাহ চলছে। খুলনায় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মোংলায় ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৪০ দশমিক ৪ ডিগ্রি ও কুষ্টিয়ার কুমারখালীতে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে রাতে এসব এলাকার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে।

    বঙ্গোপসাগরের পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশে দিনের বেলা তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সম্প্রতি কয়েক দিন রাতে তাপমাত্রা কমলেও এখন থেকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।