প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ৮:৩১:৫০ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) দিনাজপুরের চিরির বন্দরের আমবাড়ির উচিতপুরে বাসের ধাক্কায় সিএনজির যাত্রী মা সহ একই পরিবারের চারজন নিহত। আহত হয়েছে আরো দুই জন।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুরের চিরির বন্দরের আমবাড়ি উচিতপুরে একটি দ্রুত গামি বাসের ধাক্কায় সিএনজির যাত্রী মা সহ চারজন নিহত হয়েছে। নিহতরা হলেন, উত্তম (৩৫), তার স্ত্রী পল্লবী (৩২), ছেলে অর্নব(৭), এবং ভাতিজা অপূর্ব (৭)। নিহতদের বাডি পার্বতীপুর উপজেলার হরিরাম পুর। ভাতিজা অপুর্বর বাডি নবান গজ্ঞ উপজেলার মির্জাপুর গ্রামে। আহতরা হলেন, পলাশ (৩৬), জ্যাতিকা (৫০)। আহতদের বাড়ি নবানগজ্ঞ উপজেলার মির্জাপুর গ্রামে বলে পুলিশ জানায়।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতদের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য আনা হয়েছে। বাসটি সিএনজি কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।