• Top News

    নেতৃত্বে এসে ব্যাঙ্গালোরকে জয়ে ফেরালেন কোহলি

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ৮:৪০:০৭ প্রিন্ট সংস্করণ

    প্রতিপক্ষের উইকেট পতনে কোহলির উল্লাস। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) হালকা চোট ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসির। ফিল্ডিং করবেন না, তাই পাঞ্জাব কিংসের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্ব সামলান বিরাট কোহলি। তবে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ডু প্লেসি। অনবদ্য ৮৪ রান করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

    প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ব্যাঙ্গালোর। কোহলি ও ডু প্লেসির ওপেনিং জুটিতেই আসে ১৩৭ রান। এই রানের মাথায় ৪৭ বলে ৫৯ রান করে আউট হন কোহলি। পরের বলে আউট গ্লেন ম্যাক্সওয়েলও। এর পরের ওভারে সাজঘরের পথ ধরেন ডু প্লেসি। যাওয়ার আগে ৫ চার ও ৫ ছক্কায় করেন মূল্যবান ৮৪ রান। এর পরের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছাতে না পারলে দলের সংগ্রহ দাঁড়ায় ১৭৪।

    জবাব দিতে নেমে ২৭ রানের মধ্যেই ৩ উইকেট হারায় পাঞ্জাব কিংস। নিয়মিত উইকেট হারালেও রানের গতি ধরে রাখে পাঞ্জাব। তবে ২০ ওভার পূর্ণ হওয়ার ১০ বল আগেই ১৫০ রান করে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে প্রাভসিমরান সিংয়ের ব্যাট থেকে। শেষ দিকে ২৭ বলে ৪১ রানের ইনিংস খেলে কোহলিদের ভয় পাইয়ে দিয়েছিলেন জিতেশ শর্মা।

    ব্যাঙ্গালোরের হয়ে বল হাতে আগুন ছড়ান মোহাম্মদ সিরাজ। ২১ রান খরচায় তুলে নেন পাঞ্জাবের চার ব্যাটসম্যানকে। ২টি উইকেট লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content