• Top News

    আজ ছুটি শেষ, সোমবার থেকে খুলছে অফিস

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ৩:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর  টোয়েন্টিফোর ডটকম) পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল সোমবার থেকে খুলবে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আগের সময়সূচি অনুযায়ীই চলবে এসব প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পবিত্র শবেকদরের ছুটির আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। তবে দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে ২০ এপ্রিল বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার থেকে শুরু হয় ঈদুল ফিতরের তিন দিনের ছুটি।

    এদিকে ঈদের পর আগামীকাল সোমবার থেকে আগের নিয়মে ফিরবে অফিস। গত ১০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদপরবর্তী দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

    জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সূচির আওতার বাইরে থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content