প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ১২:৩১:৪৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। গতকাল রোববার থেকেই শুরু হয়েছে ঈদযাত্রার ফিরতি রেল সার্ভিস। আজ সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরফেরত কর্মজীবীদের ভিড় দেখা গিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ফিরেছেন তারা।
কমলাপুর রেল স্টেশনে শুধু যে রাজধানীমুখী মানুষের ভিড়, তা নয়। ঢাকা থেকে অন্যান্য অঞ্চলেও যাচ্ছেন অনেকে। ভোরে অসংখ্য যাত্রীকে ট্রেনে করে ঢাকা ছাড়তে দেখা গেছে।
রেলওয়ের সূত্র জানায়, ঈদের স্পেশাল ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে; চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৫ ও ৬ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে; ময়মনসিংহ ঈদ স্পেশাল ৭ ও ৮ চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে; ঈদ স্পেশাল ৯ ও ১০ সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদের পরের দিন থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ৫ দিন চলাচল করবে।
ঈদের অতিরিক্ত চাহিদা মেটাতে ৫৩টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ ৪টি এমজি ও ৯টি বিজি) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গিয়েছিল। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২১৮টি (পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয় এবার।