• Top News

    সেনাপ্রধানের কথায় প্রাদেশিক সংসদ ভেঙে দিয়েছিলাম: ইমরান খান

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ১২:৪৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান বলেছেন, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার পরামর্শে তিনি পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া এর প্রাদেশিক সংসদ ভেঙে দিয়েছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় থাকাকালীন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সাথে ইমরান খানের একটি বৈঠকের সময় বাজওয়া ইমরান খানকে পরামর্শ দিয়েছিলেন, তিনি যদি নির্বাচন চান তবে প্রথমে তাকে দুটি প্রদেশের সরকার ভেঙে দেওয়া উচিত। পরে তিনি জানতে পারেন বাজওয়া আসলে শেহবাজ শরীফকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তাকে এমন বিশ্বাসঘাতকতা মূলক পরামর্শ দিয়েছিলেন।
    উল্লেখ্য পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া দু’টি প্রদেশেই ইমরান খানের দল ক্ষমতায় ছিল। এর মধ্যেই পকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ আগামী ১৪ মে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে।
    বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এমন ঘোষণা অবৈধ বলে দাবি করেন ইমরান খান। তিনি তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করে জুলাই মাসে একটি নতুন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান। -অনলাইন ডেস্ক
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content