• Top News

    ফের মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৬:২২:৩১ প্রিন্ট সংস্করণ

    মাওলানা মামুনুল হক

    (দিনাজপুর২৪.কম) রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

    আজ মঙ্গলবার ঢাকার ৮ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

    মামুনুল হকের পক্ষে তার আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ জামিন আবেদনের শুনানি করেন।

    এর আগে, গত ২ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) মামুনুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দেন।

    ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে তেজগাঁও বিভাগীয় পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার একটি যৌথ দল।

    পরে ২০২০ সালের ৭ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনের নেতাকর্মীদের ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

    তখন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল হক মামুনুলকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content