• Top News

  দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়িতে

    প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৮:৫৫:৪৩ প্রিন্ট সংস্করণ

  (দিনাজপুর২৪.কম) কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো ভিড়েছে। আজ মঙ্গলবার দুপুরে মাতারবাড়ি বন্দরে এসে পৌঁছায় জাহাজটি।

  জাহাজটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে এসেছে। এটি ২৩০ মিটার দীর্ঘ ও গভীরতা ১৪ মিটার।

  বন্দর সূত্রে জানা গেছে, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্র বন্দরের জেটিতে এসে ভিড়েছে পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো। এটিই দেশের বন্দরে নোঙর করা সব চেয়ে বড় পণ্যবাহী জাহাজ।

  চলতি মাসের ১৩ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৮০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

  এদিকে, বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই মাতারবাড়িতে ১১২টি জাহাজ ভিড়েছে। মূলত এসব জাহাজে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছিল। এবারই প্রথম নিয়ে আসা হলো বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লা। -ডেস্ক রিপোর্ট

  এমভি অউসু মারো
  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

  আরও খবর

  Sponsered content