• Top News

    ভোলার নতুন কূপে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৮:০৬:০০ প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি

    (দিনাজপুর২৪.কম) ইলিশা-১ নামে একটি কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। আজ শুক্রবার সকাল ৭টায় অগ্নি ব্যবস্থাপনার মাধ্যমে এ গ্যাস উত্তোলন শুরু করা হয়।

    বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ উত্তোলন কাজ শুরু করেছে। এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুতের সম্ভাবনা দেখছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন করবে তারা।

    ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এ সব কূপে মোট গ্যাস মজুতের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।

    এর আগে, গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু করে বাপেক্সের প্রতিনিধি দল।

    গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।

    বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের  জিএম আলমগীর হোসেন বলেন, ‘এখন টেস্টিং চলছে। মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরে এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাস প্রায় ৪ কিলোমিটার বিস্তৃত।’

    ১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। একের পর এক গ্যাসের সন্ধান ক্ষেত পাওয়ার সম্ভাবনা দেখছে ভোলাবাসী। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।