প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৮:১০:৫৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) পঞ্চম দিনে ৫৪ রানে ২ উইকেট নিয়ে খেলতে নেমেছিল আয়ারল্যান্ড। জয়ের জন্য শেষদিনে শ্রীলংকার দরকার ছিল ৮ উইকেট আর হার এড়াতে উইকেটে টিকে থাকার বিকল্প ছিল না আয়ারল্যান্ডের। ইনিংস হার এড়াতে দরকার ছিল ১৫৮ রান। তবে রমেশ মেন্ডিস ও প্রভাত জয়াসুরিয়ার স্পিনে সেটি আর পারলো না আইরিশরা। গুটিয়ে গেল ২০২ রানে। ফলে ইনিংস ও ১০ রানে হার দেখতে হয়েছে তাদের। যেটি টেস্টে শ্রীলঙ্কার ১০০তম জয়।
এই জয়ে ২ ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিল শ্রীলংকা। প্রথম টেস্টে ইনিংস ও ২৮০ রানে হেরেছিল আইরিশরা।
গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের শুরুতেই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। যদিও লাঞ্চের আগে আবার মাঠে নামেন তিনি। লাঞ্চ বিরতির আগেই দলের ৫ ব্যাটসম্যানকে হারায় আইরিশরা। দ্বিতীয় সেশনে হারায় আরও পাঁচ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। লংকান স্পিনার রমেশ মেন্ডিস শিকার করেন ৫ উইকেট। আসিথা ফার্নান্দো ৩ ও প্রভাত জয়াসুরিয়ার শিকার ২ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ৪৯২ রানের বড় সংগ্রহ গড়েছিল আয়ারল্যান্ড। জবাবে ৩ উইকেটে ৭০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। প্রথম ইনিংসে লংকানরা লিড নেয় ২১২ রানের।
১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে নিজেদের যাত্রা শুরু করে শ্রীলংকা। সেই থেকে এখনও পর্যন্ত ৩১০ টি ম্যাচ খেলে এই দ্বীপরাষ্ট্রটি। যার মধ্যে ১০০ জয় ছাড়াও আছে ৯২টি ড্র। হার দেখতে হয়েছে ১১৯ ম্যাচে। কমপক্ষে ১০০ টেস্ট জেতা অষ্টম দল শ্রীলংকা।
অপরদিকে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টেস্ট যাত্রা শুরু করে আয়ারল্যান্ড। সেই থেকে খেলা ৬টি ম্যাচের সবগুলোতেই হার দেখলো তারা। -ডেস্ক রিপোর্ট