প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ৫:২১:১৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে টায়ার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর ফলে সাময়িকভাবে বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম।
আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।