• Top News

  জ্বলছে সুদান, বিমান হামলা ও গোলাগুলি অব্যাহত

    প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ৫:২৭:৩৫ প্রিন্ট সংস্করণ

  এখন পর্যন্ত পাঁচ শতাধিক নিহত হয়েছে

  (দিনাজপুর২৪.কম) ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী ও আধা সামরিকবাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে উত্তাল সুদান। দুই বাহিনীর ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ গতকাল শুক্রবার বাড়ানো হলেও রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে বিমান হামলা ও আর্টিলারির গোলাগুলির রিপোর্ট পাওয়া গেছে। আজ শনিবার বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

  রয়টার্স বলছে, শনিবার ভোরেও সংঘর্ষের রিপোর্ট পাওয়া গেছে। শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ তৃতীয় সপ্তাহে গড়লো।

  বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লাখ লাখ মানুষ শহরে আটকা পড়ে আছে। সেখানে খাবার, পানি ও জ্বালানির সংকট দেখা গেছে। সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর শহরের পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

  জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত চার হাজার ২০০ জন। তবে হতাহতের এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে শঙ্কা জাতিসংঘের।

  জাতিসংঘ আরও বলছে, সংঘর্ষের প্রথম সপ্তাহে ৭৫ হাজারের বেশি মানুষ সুদানে ঘরছাড়া হয়েছে। রাজধানী খার্তুমে শুধুমাত্র ১৭ শতাংশ হাসপাতাল তাদের কার্যক্রম চালাতে পারছে।

  সংঘর্ষের মধ্যে অনেক দেশই সুদান থেকে তাদের নাগরিকদের উদ্ধারের অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বহু দেশ তাদের কূটনৈতিকদের তাদের দেশে সরিয়ে নিয়েছে। হাজার হাজার সুদানি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশ শাদ ও মিশরে পালিয়ে যাচ্ছে। -নিউজ ডেস্ক

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

  আরও খবর

  Sponsered content