প্রতিনিধি ১ মে ২০২৩ , ২:১১:২৮ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাশিমপুরে দক্ষিণ জরুন এলাকার মন্ডল গ্রুপের কটন ক্লাব কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন কারখানার পরিচ্ছন্নকর্মী মো. ফজলুর (৬০), সুপারভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), সোহেল রানা (২৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭)। এ ছাড়া সোহেল (৫০), আলমগীর (৩০), তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২), বাবুল (৩৫)। আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ওই কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের রাইজার ছিল। পাশেই নিরাপত্তাকর্মীদের কক্ষ। গ্যাস লাইনে বিস্ফোরণ থেকে কারখানার কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধদের হাসপাতালে পাঠিয়েছে কারখানা কর্তৃপক্ষ, তাই ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এদিকে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। -ডেস্ক রিপোর্ট