• রংপুর বিভাগ

    দিনাজপুরে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে ইটভাটা মালিকের ১৪ লাখ টাকা ছিনতাই

      প্রতিনিধি ২ মে ২০২৩ , ৬:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) দিনাজপুর সদরে আলমগীর হোসেন আলম (৫০) নামে এক ইটভাটা মালিকের উপর হামলা করে ১৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ একদল ছিনতাইকারী। মঙ্গলবার (২ মে-২০২৩) সকাল আনুমানিক সকাল ১০টা দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন আলমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর হোসেন আলম মা ব্রিক্সরে স্বত্বাধিকারী ও দিনাজপুর সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
    হাসাতালে ভর্তি আলমগীর হোসেন আলম জানান, মঙ্গলবার সকালে ইট বিক্রির পাওনা ২০ লক্ষ আনতে চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ও ঠিকাদার ব্যবসায়ী মোঃ জর্জিস সোহেলের গ্রামের বাড়ী চাঁদগঞ্জ মুজাহিদপুরে যান। ২০ লক্ষ টাকার মধ্যে ১৪ লক্ষ টাকা পরিশোধ করেন ইউপি সদস্য ও ঠিকাদার ব্যবসায়ী মোঃ জর্জিস সোহেল। ব্যাংকে জমা দেয়ার জন্য এই টাকা নিয়ে দিনাজপুর শহরে আসার পথে চাঁদগঞ্জ বাজারের আনুমানিক ৩০০ গজ দক্ষিণে একটি বাঁশ ঝাড়ের নিকট পৌঁছলে আগে হতে ওৎপেতে থাকা ৬ ছিনতাইকারীর একটি সংঘবদ্ধ দল বিভলবার ঠেকিয়ে আলমগীর হোসেন আলমের মোটরসাইকের গতিরোধ করে। পরে তার উপর হামলা করে আহত করে তার সাথে একটি শপিং ব্যাগে থাকা ১৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় আলমগীর হোসেন আলমকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করে দেয়। বর্তমানে তিনি হাসাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের পেইং বেড-২ এ চিকিৎসাধীন রয়েছেন।
    এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন মা ব্রিক্সরে স্বত্বাধিকারী ও দিনাজপুর সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content