• Top News

    দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনের অনুপস্থিত ২৩৬১ : বহিষ্কার-১

      প্রতিনিধি ২ মে ২০২৩ , ৬:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    মাহবুবুল হক খান (দিনাজপুর২৪.কম) মঙ্গলবার (২ মে-২০২৩) শিক্ষাবোর্ডের এসএসসি দ্বিতীয়দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৩৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ২৩৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। এছাড়া ওই দিনের পরীক্ষায় নীলফামারী জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
    অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ৩২৯ জন, গাইবান্ধায় ৩৩৫ জন, নীলফামারীতে ২৩১ জন, কুড়িগ্রামে ২৯১ জন, লালমনিরহাটে ১৯১ জন, দিনাজপুরে ৪২২ জন, ঠাকুরগাঁয়ে ৩৮৭ জন ও পঞ্চগড় জেলায় ১৭৫ জন।
    উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content