• Top News

    আজ হাসপাতাল ছাড়তে পারেন খালেদা জিয়া

      প্রতিনিধি ৪ মে ২০২৩ , ১০:৪৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি

    (দিনাজপুর২৪.কম) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার দুপুরের পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরতে পারেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

    গণমাধ্যমকে তিনি বলেন, ‘বুধবার বাসায় ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি। চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আরও একদিন তাকে হাসপাতালে থাকতে বলেছেন।’

    এদিকে মেডিকেল বোর্ড সূত্র জানায়, নতুন করে তার স্বাস্থ্যের অবনতি কিংবা উন্নতি কোনোটাই নেই। তিনি আগের মতোই আছেন। এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিভিন্ন পরীক্ষা করানোর জন্য। মূলত যেসব পরীক্ষা বাসায় রেখে করানো সম্ভব ছিল না, সেগুলো করানোর জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দীর পর খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভারের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content