• Top News

    দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

      প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৪:৪২:০০ প্রিন্ট সংস্করণ

    প্রতীকী ছবি

    আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ার পাশে মোবারক পুরের রসুলপুর রেল ক্রোসিং এ খুলনা গামী রকেট ট্রেনে কাটা পড়ে দুই জনের মমার্ন্তিক মৃত্যু হয়েছে।
    পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইমলাম জানান, আজ বৃহস্প্রতিবার ৪ মে সকাল আনুমানিক ১১ টায় খুলনা গামী রকেট ট্রেনে কাটা পড়ে কুডিগ্রাম জেলার উলিপুরের হামিদুল ইসলাম (৪০) ও নীলফামারী জেলার জলঢাকার নুশান্ত (৪০) নিহত হয়েছে।
    নিহতদের লাশের সুরথাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইমলাম। নিহত দুইজন মোটর সাইকেলে করে রাজশাহী যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content