• Top News

    ঠাকুরগাঁওয়ের একাধিক মামলার আসামীদেরকে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে সোপর্দ

      প্রতিনিধি ৯ মে ২০২৩ , ১১:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে ফিরে আব্দুস সালাম  (দিনাজপুর২৪.কম) ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ি প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলার অনুষ্ঠানে বিঘ্ন ঘটানো ও নারীদের শ্লীলতাহানির চেষ্টা করার সময় জনগণ পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে দুজনকে। ঠাকুরগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ঠাকুরগাঁও এর আশ্রম পাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে আসাদুজ্জামান পুলক ও মৃত সিরাজ উদ্দীন এর ছেলে খালিদ সিরাজ রকি। উল্লেখিত জিডিতে প্রকাশ, রাত আনুমানিক ৯ টায় ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ী প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় আসাদুজ্জামান পুলক ও খালিদ সিরাজ রকি সহ আরো কয়েকজন অনুষ্ঠানে বিঘœ সৃষ্টি ও নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে। উপস্থিত লোকজন তাদের বাধা প্রদান করলে তারা সেই লোকজনের সাথে ধাক্কাধাক্কি করে। তখন উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে পুলক এবং রুবেলকে মারধর করে আটক করে রাখে। আর বাকিরা পালিয়ে যায়। সে সময় ঠাকুরগাঁও অফিসার ইনচার্জ কামাল হোসেন এর নির্দেশনায় এস আই শাহরিয়া সরকার সেখানকার উত্তেজিত জনতার হাতে আঘাতপ্রাপ্ত পুলক এবং রকি কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পুলকের নামে পুলিশকে পিটানি চাঁদাবাজিসহ মোট ৫টি মামলা এবং রকির নামে চাঁদাবাজি পুলিশকে মারধর জরুরি বিধি আইনে মোট ৯ টি মামলা রয়েছে। যা ঠাকুরগাঁও এর ঠাকুরগাঁও সদর থানার এফআইআর নং ১৫ তারিখ ০৬/০১/২০১৬। ধারা- আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০২২ সংশোধনী ২০০৯ এর ৪/৫, অভিযোগ পত্র নং ০৭ (১৭)। এফআইআর নং ০৩/২৫৫, তারিখ ৪ এপ্রিল ২০১২। ধারা ১৭০/৩২৩/৩৪২/৩৮৬/৫০৬ (২)। এফআইআর নং ০১/১৩৭। তারিখ ১মার্চ ২০১১। ধারা ৩৪১/৩৪২/৩৮৫/৩৮৬/৩৭৯/৫০৬। এফআইআর নং ০৫/৩০। তারিখ ৪ ফেব্রুয়ারী ২০১৬। ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/২৭৯/৩৪। এফআইআর নং ১৪। তারিখ ৬ জানুয়ারী ২০১৬। ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৪২৭/৫০৬/১১৪।
    এফআইআর নং ০১। তারিখ ২ জুন ২০১৫। ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬।
    এফআইআর নং ২১/১০৪। তারিখ ১৭ ফেব্রুয়ারী ২০০৯। ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯। এফআইআর নং ২০/৪৬। তারিখ ২৭ ফেব্রুয়ারী ২০০৬। ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৩৭৯/৩৪ মামলা চলমান।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content