• Top News

    ঘুমন্ত নিরীহ জনগণের উপর গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

      প্রতিনিধি ৯ মে ২০২৩ , ১১:৪৬:২৭ প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদিদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    গাজা থেকে আল জাজিরার সাংবাদিক ইউমনা এল সায়েদ জানান, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ জন নিহতের খবর ঘোষণা দিয়েছে। তবে এতে আহতের সঠিক সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

    সায়েদ বলেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টায় গাজায় আবাসিক ভবনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    তিনি আরও বলেছেন, হামলায় কারা হতাহত হয়েছে তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। শুধু হামলায় ১০ জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।

    ফিলিস্তিন ইসলামিক জিহাদ মুভমেন্ট ঘোষণা দিয়েছে, মঙ্গলবার বিমান হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- জিহাদ আল ঘানাম, খলিল আল বাহতিনি এবং তারিখ ইজ আল দীন।

    গ্রুপটি এক বিবৃতিতে জানায়, তিনজন তাদের স্ত্রী ও সন্তানদের সঙ্গে হামলায় নিহত হয়েছেন। তবে কতজন স্ত্রী এবং সন্তান এবং তাদের বয়স কত সেই সম্পর্কে গ্রুপটি বিস্তারিত কিছু বলেনি। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content