(দিনাজপুর২৪.কম) মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে সর্বশেষ আইসিসির কোনো শিরোপা জেতে ভারত। ১০ বছর পরে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। শিরোপা জিততে এবার মরিয়া স্বাগতিক ভারত। তবে আগের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ইংল্যান্ড-নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলবে না। শিরোপার অন্যতম দাবিদার পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও।
২০২৩ বিশ্বকাপে মিচেল মার্শকে ধরা হয় অস্ট্রেলিয়া দলের তুরুপের তাস। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন আইপিএলে। বিশ্বকাপ নিয়ে আগাম সম্ভাবনা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। যেখানে চমকপ্রদ উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার।
দিল্লির পডকাস্টে হাসতে হাসতে মার্শের উত্তর, ‘অস্ট্রেলিয়া অপরাজিত থাকবে, ভারতকে পরাজিত করবে। ফাইনালে অস্ট্রেলিয়া ৪৫০-২, ভারত ৬৫ রানে অলআউট। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। আর ১৯ নভেম্বরের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই টুর্নামেন্টের জন্য প্রায় ১২টি ভেন্যু বাছাই করেছে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অন্যান্য ভেন্যুগুলো হলো, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট এবং মুম্বাই। প্রতিযোগিতার ৪৬ দিনে ৪৮টি ম্যাচ হবে। ট্রফির জন্য লড়াই করবে ১০টি দল। -ডেস্ক রিপোর্ট