প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৫:৩৭:০৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) শ্রীলংকা নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। তবে সেই ‘ফাইনালে’ জয় তুলে নিতে পারল না নিগার সুলতানার দল। ৪৪ রানের বড় ব্যবধানে হেরে খোয়াতে হয়েছে সিরিজ।
আজ শুক্রবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রানের বড় সংগ্রহ তোলে শ্রীলংকা। জবাব দিতে নেমে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
শ্রীলংকার দেয়া ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন ফারজানা হক ও সোবহানা মোস্তারি। ৩২ রানের মাথায় ২০ বলে ১০ রানের স্লথ ইনিংস খেলে বিদায় নেন ফারজানা। মোস্তারি (৩০) বিদায় নেন দলীয় ৫০ রানে। চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার ও মুর্শিদা খাতুন ৩৩ রানের জুটি গড়লেও তা ছিল বেশ ধীরগতির। ৮৩ রানে মুর্শিদা ও ৮৭ রানে পতন হয় নিগারের (৩১)। এরপর আরও ২ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১১৪ রানে।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ৯ ওভার ১ বলে ৫৬ রানে প্রথম ৩ উইকেট হারায় শ্রীলংকা। শেষের ৬৫ বলে ১০২ রানের অপরাজিত জুটি গড়েন তিনে নামা হারশিতা সামারাবিক্রামা ও পাঁচে নামা নীলাক্ষী ডি সিলভা। ৪২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হারশিতা। আর ৩৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন ম্যাচের সেরা নীলাক্ষী।
তার মানে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজই শ্রীলংকার বিপক্ষে হারল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ফল না আসার পর দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। তবে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলংকা।-ডেস্ক রিপোর্ট