• Top News

    ১৭৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ‘মোখা’

      প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৫:৪২:২২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি রোববার দুপুরে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় মোখার সবশেষ অবস্থান তুলে ধরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ তথ্য জানান।

    তিনি জানান, ঘূর্ণিঝড় মোখা এখন পর্যন্ত সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই। শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হতে পারে। সেই সঙ্গে বইবে দমকা বাতাসও। রোববার দুপুর নাগাদ এটি ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানতে পারে।

    সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, মোখার গতি কমেছে। ঘণ্টায় ১৫ থেকে ১৬ কিলোমিটার বেগে এগোচ্ছিল। কিন্তু গতি এখন কিছুটা কমে গেছে। ৮ থেকে ১০ কিলোমিটার বেগে এগোচ্ছে। এ গতি থাকলে রোববার দুপুর নাগাদ দক্ষিণ-পূর্ব উপকূল দিয়ে মিয়ানমারের উত্তর উপকূল দিয়ে এটি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

    তিনি বলেন, সিডরের মতো মোখাও আই ফরমেশন বা চোখাকৃতির দিকে এগোচ্ছে। ঝুঁকিতে আছে চট্টগ্রাম বিভাগ। বিশেষ করে কক্সবাজার জেলা পুরোটাই মোখার আওতায় থাকবে।

    এদিকে শুক্রবার সকালে এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content