• Top News

    দিনাজপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৮:০৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার (দিনাজপুর টোয়েন্টিফোর ডট কম) দিনাজপুরে মধ্যরাতে একটি গরুর খামারে অস্ত্র দেখিয়ে ১৪টি গরু ডাকাতির ঘটনায় ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি দিনাজপুর টোয়েন্টিফোর ডট কমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

    আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- ফরিদুল ইসলাম অরফে অড়িয়া ফরিদ (৩৫) দিনাজপুর সদরের দক্ষিন রামনগর মোলানপুকরের শরিফুল ইসলাম ওরফে বাংরুর ছেলে, সুমন দাস ওরফে বয়স্ক(২৬) দিনাজপুরের খানসামা উপজেলার বিষ্ণুপুর জেলেপাড়ার ভদ্র দাসের ছেলে, মোঃ সবুজ ইসলাম (২৫) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ফুটকীবাড়ীর মৃত আব্দুল মজিদের ছেলে, শো. শাহআলম (৪০) দিনাজপুরের বোচাগঞ্জের ওসমানপুরের (মুন্সিপাড়া) মৃত আব্দুল হামিদের ছেলে, মামুন(৩০) ড্রাইভার।  তারা সকলে আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে গত ১৮ মার্চ মধ্যরাতে দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নে অস্ত্র দেখিয়ে ডেইরি ফার্মের কর্মীদের হাত পা বেধে ডাকাতির ঘটনায় অভিযোগে পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযানে নামে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: জিন্নাহ আল মামুন, কোতয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম, ওসি তদন্ত গোলাম মাওলা শাহসহ পুলিশের একটি ইউনিট।  এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় ঝটিকা অভিযানে দুটিধাপে বিভিন্ন জেলা থেকে মোট ৮ জন ডাকাত গ্রেফতার হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content