প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৮:১৪:৩৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যার যতটুকু জায়গা আছে, সেখানে যা পারেন উৎপাদন করেন। আমরা ফুড প্রসেসিংয়ে জোর দিচ্ছি। উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলো সংরক্ষণ করব। আমরা বিমানের কার্গো কিনব, যাতে ২৪ ঘণ্টার মধ্যে বিদেশে পণ্য পাঠাতে পারি। কাজেই যে যতবেশি উৎপাদন করবে, তার ততবেশি লাভ। এখন ঢাকা থেকে বাড়ি যান, গ্রামে যান, জমি-জমা চাষ করেন।’
আজ সোমবার জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে সাংবাদিক শাইখ সিরাজের প্রশ্নের জবাবে তিনি এ সব বলেন।
শেখ হাসিনা বলেছেন, ‘আমরা এখন রপ্তানি বাস্কেট বাড়াতে চাচ্ছি। সেখানে আমি কৃষি পণ্যকে গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে আমি সবাইকে নির্দেশ দিয়েছি। আমরা গবেষণায় গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে জাপানের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গবেষণার মাধ্যমে আমরা টিউলিপ ফুল ফোটাতে পারছি। আজকে আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা প্রথমবার যখন ক্ষমতায় এসে ঘোষণা দিলাম, তখন আমাদের শুনতে হলো, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে বিদেশে থেকে ভিক্ষা পাওয়া যাবে না। এটা তো বিএনপি বলেছিল। সাইফুর রহমান, খালেদা জিয়া সবাই বলেছিলেন।’
তিনি বলেন, ‘ব্লু ইকোনমির ব্যাপারে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে যাতে আমরা সহযোগিতা পায় তার চেষ্টা করে যাচ্ছি। আমরা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছি। কারণ এ সব কাজ করতে আমাদের লোকবল দরকার। কক্সবাজারে গবেষণা ইনস্টিটিউট করা হয়েছে। আর সমুদ্র সম্পদ আহরণ নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি।’
আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় একটা কথা বলতেন। আর তা হলো, আমাদের কৃষিতে গুরুত্ব দিতে হবে। কৃষিপ্রধান দেশ থেকে ধীরে ধীরে শিল্পায়নের দিকে গেছে জাপান। এটা তার কাছে একটা দৃষ্টান্ত। তিনি সব সময় জাপানকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতেন। আর বলতেন- আমাদেরকেও সেভাবে যেতে হবে। কৃষিকে যান্ত্রিককরণের বিষয়টি তিনি ১৯৭২ সালেই বলে গেছেন।’ -নিউজ ডেস্ক