• Top News

  মিয়া ভাইয়ের শেষ যাত্রা, দেখুন ছবিতে

    প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ২:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ

  ছবিতে চিত্রনায়ক ফারুকের শেষ যাত্রা

  অনলাইন ডেস্ক (দিনাজপুর২৪.কম) সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মিয়া ভাই’খ্যাত এই নায়ক।

  আজ মঙ্গলবার সকালে ৭টা ৫০ মিনিটে ইউএস বাংলার বিএস-৩০৮ ফ্লাইটে ঢাকায় আনা হয় তার মরদেহ। বরেণ্য অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রপাড়ায়। তার শেষ যাত্রার দৃশ্যগুলো তুলে ধরা হলো দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য। ছবি তুলেছেন- মিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিব।

  সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার বাসায়।

  এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার নিথরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

  বরেণ্য এই অভিনেতাকে নিয়ে কথা বলছেন খল অভিনেতা মিশা সওদাগর।

  মিয়া ভাইয়ের নিথরদেহ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন চিত্রনায়ক জায়েদ খান।

  সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

  ফারুকের নিথরদেহের পাশে শিল্পী সমিতির নেতারা।

  দুপুর ১টার দিকে প্রিয় কর্মস্থল এফডিসিতে আনা হয় এই অভিনেতাকে।

  সবার সঙ্গে কথা বলছেন ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান।

  এফডিসিতে তাকে শ্রদ্ধা জানাতে আসে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা।

  প্রিয় নায়ককে নিয়ে কথা বলছেন চিত্রনায়ক নিরব।

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।