• Top News

    পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ নিহত ১৫

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ২:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ

    (দিনাজপুর২৪.কম) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কয়লা খনির মালিকাধীন নিয়ে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

    নিহতদের মধ্যে একজন পুলিশও আছে। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার পাকিস্তানের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এপি ও ডনের।

    প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার কোহাত জেলার দারা আদম খেল এলাকায় এ সংঘর্ষ বাধে। নিহতদের মধ্যে ১১ জন সানি খেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তিনজন আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। সেইসঙ্গে আহত ১২ জন সানি খেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর।

    ডন বলছে, দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রায় চার মাইলজুড়ে কয়লা খনি নিয়ে সংঘর্ষ বাধে। এটি আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখলে।

    স্থানীয় পুলিশ কর্মকর্তা মুনাওয়ার খান বলেন, সোমবার কয়লা খনির সিমান্ত নির্ধারণ ইস্যুতে অস্ত্র নিয়ে সশস্ত্র লোকেরা একে ওপরের দিকে গুলি ছুড়ে। দুই ক্ষুদ্র নৃগোষ্ঠী লড়াই বন্ধ করতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content