• সারাদেশ

    দৌলতদিয়া-পাটুরিয়া: ঘন কুয়াশায় মাঝনদীতে আটকে থাকে দুই ফেরি

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২১ , ৬:০৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ফের ঘন কুয়াশার কারণে গতকাল বুধবার দিবাগত গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে ফেরি, লঞ্চসহ সকল নৌচলাচল বন্ধ থাকে। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে দুটি ফেরি মাঝনদীতে আটকে ছিল। টানা তিন ঘণ্টা নৌ চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ বিভিন্ন গাড়ি।

    এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাড়কের ইউনিয়ন বোর্ড পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া ওই গাড়িগুলোর মধ্যে বুধবার রাতের অন্তঃত ৫০টি নৈশকোচ ছিল। আজ সকালে ওই নৈশকোচগুলো ফেরির নাগাল পায়। শীত ও কুয়াশার মধ্যে ঘাটে আটকে থাকায় বিভিন্ন গাড়ির চালকসহ হাজারো যাত্রী এসময় দুর্ভোগ পোহান। এ নিয়ে গত দুই দিনে ঘন কুয়াশায় এই নৌপথে মোট ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকল।

    আরো পড়ুন: দালালদের ফাঁদে পড়ে লিবিয়ায় বাংলাদেশিদের দাসের জীবন

    দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার মতো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। তাই কুয়াশাকালীন সময়ে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসার্ভিস বন্ধ রাখা হচ্ছে।-ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content