• বিনোদন

    নববধূ সেজে অপু বিশ্বাস বললেন, ভালোবাসা কোনো বাধা মানে না

      প্রতিনিধি ২৭ মে ২০২৩ , ৮:১৬:৫৮ প্রিন্ট সংস্করণ

    অপু বিশ্বাস

    (দিনাজপুর২৪.কম) সিনেমার চেয়ে গত কয়েক দিন ধরে সাবেক স্বামী শাকিব খান ও তার অপর সাবেক স্ত্রী শবনম বুবলী ইস্যুতেই বেশি আলোচনায় অপু বিশ্বাস। ব্যক্তিগত জটিলতার ভিড়ে এ চিত্রনায়িকাকে দেখা গেল নববধূ সাজে। আর ক্যাপশনে জুড়ে দিলেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না’সহ কয়েকটি লাইন।

    গতকাল শুক্রবার অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং ভারি গহনায় দেখা গেছে। মাথায় রয়েছে বিয়ের মুকুট। অর্থাৎ একদম নববধূর সাজে হাজির হয়েছেন নায়িকা।

    ছবিগুলোর ক্যাপশনেও রহস্য তৈরি করেন অপু। তিনি লেখেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না।  সব বাধা ও প্রাচীর পেরিয়ে এটি তার প্রত্যাশার লক্ষ্যে পৌঁছাবেই।’

    অপুর এ নববধূ সাজে পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে অনেক ভক্তই তাকে অভিনন্দন জানাচ্ছেন। আবার নববধূর সাজে হাজির কেন তাদের প্রিয় নায়িকা, সে বিষয়েও অনেকের মনে জেগেছে কৌতুহল।

    এদিকে, জানা গেছে গত বুধবার (নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশগ্রহণ করেন অপু বিশ্বাস। সে ফটোশুটের ছবিই তিনি গতকাল পোস্ট করেছেন।

    অপু বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছি। দারুণ শুট হয়েছে।  দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।’

    কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে।’ -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।