প্রতিনিধি ২৮ মে ২০২৩ , ১০:৪৪:২৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি থাকে না। এবার ব্যক্তিজীবন নিয়ে গুজবের মধ্যে পড়লেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কিছুদিন আগেও কানাঘুষো চলছিল সৃজিত-মিথিলার সম্পর্কে গোলযোগ ঘটেছে। কিন্তু সেই খবরে তেমন একটা পাত্তা দেননি এই জুটি। এবার তাদের এই হাঁড়ির খবরে নতুন করে সুর তুলছে কলকাতার প্রথম সারির একটি গণমাধ্যম।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘একজন টালিউডের হিট পরিচালক। অন্যজন অভিনেত্রী। সীমান্ত পেরিয়ে প্রেম, তারপর বিয়ে। মাঝে একটা বছর ভালোই চলছিল সব। কিন্তু টালিপাড়ার পরিচালকের মন যে উড়ুউড়ু। কখনো অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন, কখনো আবার ‘এক্স’কেই প্রেম বানিয়েছেন। তবে বিয়ে করে ঘর বেঁধেছিলেন। কিন্তু খুব বেশি দিন আর এগোয়নি তাদের একসঙ্গে পথচলা। তার আগেই গুঞ্জন, ভাঙন ধরেছে সম্পর্কে। দ্বিতীয় নারীর প্রবেশ ঘটেছে স্বামী-স্ত্রীর মাঝে। যদিও আগেরবারের মতো কোনো অভিনেত্রী নন, পরিচালকের মনে মজেছে ক্যামেরার নেপথ্যে থাকা এক কম বয়সী নারীতে।’
বিষয়টি প্রকাশ্যে আসার পর যোগাযোগ করা হয় রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে। তবে মিথিলা বাংলাদেশি গণমাধ্যমকে বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ বোঝা গেল এই গুঞ্জন খুব একটা গায়ে জড়ালেন না অভিনেত্রী। আবার এই বিষয়ে সরাসরি মুখও খুললেন না তিনি।
বিয়ের পর প্রায়ই পারিবারিক কিংবা পেশাগত বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা দিতেন মিথিলা ও সৃজিত। এ ছাড়া কন্যা আইরাকে নিয়ে ঘুরতেও যেতেন। সেসব ছবি শেয়ার করে নিতেন অনুসারীদের সঙ্গে। তবে মিথিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ডিসেম্বরের পর থেকে তাদের একসঙ্গে কোনো ফ্রেমে পাওয়া যায়নি। -অনলাইন ডেস্ক