প্রতিনিধি ২ জুন ২০২৩ , ৯:৫৪:১৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। এ সময় কাউকে আটক করা না হলেও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ থেকে দেড়টা পর্যন্ত শাহ জালাল ও শাহ আমানত হলে এ তল্লাশি চালানো হয়। এ সময় প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
হোটেলে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় সংঘর্ষ হয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের কর্মীদের মধ্যে। এতে আহত হন উভয় গ্রুপের ২৩ নেতা-কর্মী। -ডেস্ক রিপোর্ট