প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ৩:৫৮:০৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) পুলিশের সাব-ইন্সপেক্টর এর মাঠ পরীক্ষা দিতে গিয়ে মাঠেই স্ট্রোক করেন ফারিজুল ইসলাম নামের এক যুবক। এরপর ঘটনাস্থল থেকে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বুধবার (৭ জুন) আনুমানিক রাত ৮ টায় ২২ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফারিজুল। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন মরহুম ফারিজুল ইসলাম। সহকারী শিক্ষক হিসেবে কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুরে কর্মরত অবস্থায় ছিলেন তিনি।
এ বিষয়ে ফারিজুলের বন্ধু মো. মনজুরুল ইসলাম বলেন, ফারিজুলের পরীক্ষা হয় রংপুরের সরকারি কলেজের পাশে স্টেডিয়ামে। সেখানে তীব্র তাপদাহে গাছপালা কম থাকায় ফারিজুল অসুস্থ হয়ে পড়ে। পুলিশ সেখানে সব ধরনের সহযোগিতা করেছিল। পুলিশের সদস্যরা হাসপাতালে সার্বক্ষণিক দেখাশোনা করেছেন এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ শোক প্রকাশ করে বলেন, ফারিজুলের মতো একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। -ডেস্ক রিপোর্ট