• Top News

    শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

      প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ৬:২০:০৭ প্রিন্ট সংস্করণ

    বনানী থানা ও শাহরিয়ার কবির। ছবি: সংগৃহীত

    (দিনাজপুর২৪.কম) ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বনানীর একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর একটি বাসা থেকে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। এরপর রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

    এদিকে মেয়ের মুত্যুতে ভেঙে পড়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির। এরআগে ২০২০ সালের ১৩ জানুয়ারি মারা যান শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির। -নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content