প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ৬:২২:৫৪ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) করিম বেনজেমার বিদায় নিশ্চিত হওয়ার পর থেকেই একজন স্ট্রাইকার খুঁজছে রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ইংলিশ তারকা হ্যারি কেন। ম্যানচেস্টার ইউনাইটেডও পেতে চায় এই তারকাকে। তবে ইউনাইটেড প্রতিদ্বন্দ্বী ক্লাব হওয়ায় রিয়ালে আসার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছিল ১০০ মিলিয়ন পাউন্ডের কেনের।
যদিও কেনের দলবদলের সম্ভাবনায় বাধ সেধেছেন টটেনহ্যামের মালিক ড্যানিয়েল লেভি। এই মৌসুমে তার ক্লাবেই কেনকে দেখতে চান লেভি। যদিও আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন কেন।
তবে কেনকে দলে ভেড়াতে ব্যর্থ হলেও বিকল্প ভাবনা ভেবে রেখেছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। সেক্ষেত্রে রিয়ালের পছন্দ ইন্টার মিলান ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। মার্তিনেজকে দলে ভেড়ানোর দৌড়ে অবশ্য আছে চেলসিও। তাকে পেতে ৭০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে বলে ধারণা করা হচ্ছে।
এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ইন্টার মিলানের হয়ে ৫৬ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন ২৫ বছর বয়সী মার্তিনেজ। তাছাড়া ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতেও বড় ভূমিকা রেখেছেন তিনি। -নিউজ ডেস্ক