• খুলনা বিভাগ

    কারিতাস ফরমেশন অব ইয়ুথ এন্ড টিচারস্ প্রোগ্রাম এর সহায়তায় আন্ত : বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৩ জুন ২০২৩ , ৫:০০:০৬ প্রিন্ট সংস্করণ

    জন লিটন মন্ডল (দিনাজপুর২৪.কম) মুজিবনগর,মেহেরপুর এর ব্যবস্থাপনায় কারিতাস ফরমেশন অব ইয়ুথ এন্ড টিচারস্ প্রোগ্রাম ( এফ ওয়াই টি পি ) এর সহযোগিতায় আন্ত: বিদ্যালয় সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৯ ই জুলাই,২০২৩ সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুল, ভবরপাড়া, মুজিবনগর, মেহেরপুর এর ব্যাবস্থাপনায় কারিতাস ফরমেশন অব ইয়ুথ এন্ড টিচারস্ প্রোগ্রাম ( এফ ওয়াই টি পি) এর সহযোগিতায় আন্ত: বিদ্যালয় সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনাব, অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, মুজিবনগর , তিনি ছাত্র / ছাত্রীদের মনদিয়ে লেখাপড়া, খেলাধূলা, বিতর্ক ও সাংস্কৃতি চর্চা করার পরামর্শ দান করে এছাড়াও সেন্ট জেভিয়ার জুনিয়ার হাই স্কুল ও কারিতাস প্রতিষ্ঠানটির প্রংশা করে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফাদার বাবুল বার্নাবাস বৈরাগী, পালক পুরোহিত, ভবরপাড়া, ধর্মপল্লী, ভবরপাড়া মিশন। বিশেষ ভাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মালতি মালো, এস,সি,মি: পিটার উৎপল গমেজ, শিক্ষা কর্মকর্তা, কারিতাস,খুলনা অঞ্চল ও বিজ্ঞ বিচারক জনাব আব্দুল হাই, অব: প্রধান শিক্ষক,মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়, জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বি ওয়াই এফসি, মুজিবনগর, ও মি: প্রদীপ মল্লিক, এই প্রতিযোগিতায় ৬ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রথম , দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content